২১ সেপ্টেম্বর ২০২৩


কানাইঘাটে ভারতীয় চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জলো গোয়ন্দো শাখার চোরাচালান বিরোধী বিশেষ অভযিানে দুটি চোরাই ভারতীয় মোটরসাইকলেসহ দুইজন আট করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কানাইঘাট কানাইঘাট বাজারস্থ আইয়ুব আলী র্মাকটে এর সামনে থেকে চোরাই পথে ভারত হতে আনিত একটি SUZUKI GIXXER 150 CC মোটরসাইকলে, মূল্য অনুমান ১ লাখ ৯ হাজার টাকা ও একটি PULSAR 150 CC মোটরসাইকলে, মূল্য অনুমান ১ লাখ ৮০ হাজার টাকা আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কানািইঘাট থানার পৌর এলাকাধীন ডালাইচর গ্রামের আব্দুল খালিকের পুত্র রিয়াজ মিয়া ও অপরজন আলী হোসনে (২৬) ।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই বিনয় ভূষণ চক্রর্বতী বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়রে করেছেন।

শেয়ার করুন