২১ সেপ্টেম্বর ২০২৩
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মাঠের উত্তর পাশে তল্লাশি করে ৪৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ সুজন মিয়া (৪৫) নামে এজন কে আটক করা হয়।
আটককৃত সুজন ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বাঘইন গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে দোয়ারাবাজার থানার একদল পুলিশ সদস্য নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের গো-চারণ মাঠের উত্তর পাশে তল্লাশি করে সুজন মিয়ার হেফাজতে থাকা ৪৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্ধ করে। এ ব্যাপারে সুজন মিয়াকে আটক করে দোয়ারাবাজার থানায় মামলা ( নং-১৬ ) দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি মো বদরুল হাসান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।