২১ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি
ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে উজান থেকে নদী দিয়ে ভেসে আসা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ ভটেরখাল শাখা নদী (সাদা পুলের মুখ) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মধ্যবয়সী অজ্ঞাত এক ব্যাক্তির লাশ ভেসে আসতে দেখলে স্থানীয় লোকজন থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম লাশ উদ্ধারের সত্যাতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে। অজ্ঞাত ব্যাক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।