২১ সেপ্টেম্বর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোড মার্চ শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে ভৈরবের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে রোড মার্চটি শুরু হয়।এদিকে রোডমার্চ করে আগত নেতাকর্মীদের স্বাগত জানাতে সিলেট বিএনপির নেতাকর্মীরা সিলেট মহা নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের জন্য প্রস্তুত ছিল।
কর্মসূচিকে সফল করতে ভারিবৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহসভাপতি আব্দুল মালিক, এম বশির আহমদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, যুগ্ম সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক ও তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, জাহিদ খান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য হাজী রফিক আহমদ, আমির মিয়া, বিলাল উদ্দিন, সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পদের মধ্যে নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুন নূর, সহসভাপতি মতিউর রহমান মেম্বার, আলকাছ মিয়া, আব্দুল হাসিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া, ইউনিয়ন যুবদল নেতা জফুর মিয়া, সোহেল আহমদ, কয়েস আহমদ, বদরুল ইসলাম বদর, আনিস মিয়া,বিলাল উদ্দিন চৌধুরী, বাবুল মিয়া, আব্দুল কাদির, নন্দিরগাওঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মুমিন, সদস্য সচিব সালিক আহমদ সাদী, সদস্য আলম আহমদ, জামিল আহমদ, ইমরান আহমদ, নন্দিরগাওঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন প্রমুখ।