২৫ সেপ্টেম্বর ২০২৩


সিলেটে নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত যুবকের লাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদেক : সিলেট নগরের পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম আদিল আহমদ (২৯)।সে সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে। আদিল পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিল সে।

পুলিশ জানায়, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে জালালাবাদ থানাপুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। আদিলের লাশ তার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত ছিল। মাদকাসক্তের পাশাপাশি সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো জানিয়েছে নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গণমাধ্যকে বলেন- ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি আত্মহত্যাই। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়ে। শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন