২৫ সেপ্টেম্বর ২০২৩
মধ্যনগর সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগরে রুবেল মিয়া (২৭) নামে এক ব্যক্তরি লাশ উদ্ধার করেন পরিবারের লোকজন। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোণা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবেল সাড়ারকোণা গ্রামের ইঞ্জিল মিয়ার ছেলে। দুদিন হল তিনি বিয়ে করেছেন।
স্থানীয় জানায়, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিয়ে করেন রুবেল। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঝাঁকজমকভাবে বৌ-ভাত অনুষ্ঠানও হয়। রবিবার সকালে বিয়ে উপলক্ষে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের জন্য স্থানীয় মধ্যনগর বাজার থেকে উপহার নিয়ে দুপুরে বাড়ি ফিরেন রুবেল। পরে অতিথিদের বিদায়ের পর বিকাল সাড়ে তিনটার দিকে রুবেল মিয়া তার বড় ভাই রফিকুল মিয়ার বসতঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তার দেহ ঝুলতে দেখে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে এটি আত্মহত্যা। কিন্তু কেন আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।