২৫ সেপ্টেম্বর ২০২৩


বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম ওবায়দুল কাদেরের

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক :

সন্ত্রাস, নৈরাজ্য পরিহার করতে বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৩৬ দিনের আল্টিমেটামে বিএনপি যদি সংশোধন না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙে দেওয়া হবে। আগুন নিয়ে এলে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে, অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে, যেমন কুকুর তেমন মুগুর।

কাদের আরও  বলেন, বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয় কোন মুখে? তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারে নি। বিএনপির কোমর, হাঁটু সব ভেঙে গেছে। আওয়ামী লীগ জনগণের ওপর ভর করলেও বিএনপি ভর করছে ভিসা নীতির ওপর।

এএস // আতারা

শেয়ার করুন