২৫ সেপ্টেম্বর ২০২৩


গোয়াইনঘাটের ছাত্র সমাবেশে যোগ দিতে সিলেট আসছেন মন্ত্রী ইমরান

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা :

গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিশাল ছাত্র সমাবেশে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে একদিনের সরকারি সফরে সিলেট আসছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।


বুধবার (২৭ সেপ্টেম্বর ) সকাল ৯ টায় তিনি রাজধানীর গুলশান বাসভবন থেকে যাত্রার মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিমান যোগে সকাল সাড়ে ১০টার দিকে সিলেটন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরে সকাল ১১ টায় সিলেট শাহী ঈদগাহ মাঠে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ।

এরপর মন্ত্রী ইমরান বেলা ২ টায় গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিশাল ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিন সন্ধ্যা ছয়টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

বিশাল ছাত্র সমাবেশ আয়োজনের ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব বলেন, গোয়াইনঘাটের ইতিহাসে কোন ছাত্রসংগঠন কর্তৃক এই প্রথম বিশাল ”ছাত্র সমাবেশের’ আয়োজন।

এদিন ও তারিখটি স্বর্ণাক্ষরে লিখে রাখার প্রচেষ্টার কোন কমতি নেই আমাদের । এছাড়া মন্ত্রী মহোদয় এবং সিলেট জেলা ছাত্রলীগের নন্দিত সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এ আয়োজন উজ্জীবিত করবে হাজারো ছাত্রলীগ নেতা-কর্মীদের।

এএস // আতারা

শেয়ার করুন