২৫ সেপ্টেম্বর ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চুনারুঘাট উপজেলা বিএনপি। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চুনারুঘাট উত্তর বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়। উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ-এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক আব্দুল করিম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম শ্যামল, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সরকার মোহাম্মদ শহীদ, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর লুৎফুর রহমান জালাল, সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা জেলা ছাত্রদের যুগ্ম আহবায়ক সাইফুল ছিদ্দিকী, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান সুজন, সদস্য সচিব শাহ প্রান্ত, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কুতুব আলী মীরসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জিকে গউছকে দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসনের জুলুম-নির্যাতন যতই বৃদ্ধি পাবে জিকে গউছের জনপ্রিয়তাও ততো বৃদ্ধি পাবে। কারণ হবিগঞ্জের মানুষ জিকে গউছকে ভালোবাসে।এসময় বক্তারা অন্যায়ভাবে জিকে গউছের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে অনতিবিলম্বে তার মুক্তির দাবি জানান।
এএস // আতারা