৮ অক্টোবর ২০২৩


শহর রক্ষায় এক টেবিলে আ.লীগ-বিএনপি-জাপা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

রাজনীতিতে একে অপরের প্রতিপক্ষ হলেও শহর রক্ষায় এক হয়ে কাজ করছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে। এক টেবিলে বসে শহরের বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন এক হয়ে কাজ করার। রোববার দুপুরে এক টেবিলে বসে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিরা।

সম্মেলনে বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিয়ামুল হক, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা হক, জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক ওয়াজিউল মেহেদী।

লিখিত বক্তব্যে উম্মে সালমা হক বলেন, মৌলভীবাজার একটি সুন্দর ও প্রবাসী অধ্যুষিত শহর, তাছাড়া মানুষের চলাফেরা খুবই পরিপাটি, শহরের মানুষ সুস্থ ভাবে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মৌলভীবাজার শহরের সিকান্দার আলী সড়ক একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান। এই সড়কের আশপাশে অনেক বাসা ও মার্কেট থাকায় এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানটিতে নিয়মিত বর্জ্য ফেলার কারণে এবং তা স্থায়ীভাবে সমাধান না হওয়ার ফলে স্থানীয় জনসাধারণ এবং সড়ক ব্যবহারকারী মাঝে ক্ষোভ বিরাজ করছে। মৌলভীবাজার শহরের সিকান্দার আলী সড়কের পাশে বর্জ্য অপসারণ ও তা স্থায়ীভাবে সমাধানের দাবি উপস্থাপন করা হয় এবং তা সমাধানের জন্য মৌলভীবাজার পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়া আমরা পরিকল্পিত বর্জ্যমুক্ত আধুনিক শহর ব্যবস্থাপনা বাস্তবায়নে মৌলভীবাজার শহরে জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহণ কার্যক্রম পরিচালনা করি। স্মারকলিপিটি গ্রহণ করে মেয়র বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, আমরা বিভিন্ন দলের সবাই এক হয়েছি একটি সামাজিক সমস্যা দূর করতে। মূলত এর মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই যে সকল দল এক হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করা যায়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান।

আজকের সিলেট / জনি

শেয়ার করুন