৩০ অক্টোবর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সমন্বয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ অক্টোবর বিকেলে তোয়াকুল ইউনিয়ন পরিষদ হলরুমে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো: মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় উপজেলার ১৩ টি ইউনিয়নের সমন্বয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সমন্বয় কমিটির সহ-সভাপতি নন্দিরগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা ফারুক আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি হাফিজ আব্দুল মুবিন।
স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, আব্দুল মান্নান, এম এ ছামাদ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত এসআই বুরহান উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরিশেষে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের তোয়াকুল বাজার অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।