৫ নভেম্বর ২০২৩


পাঁচবছর পর জ্বলে উঠল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

শেয়ার করুন

ক্যাম্পাস ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) অন্যতম সংগঠন “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি” প্রায়পাঁচ বছর পর নতুন উদ্যোমে আবারও জ্বলে ওঠেছে। এসডএিফ আইভি-২০২৩ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের “সাউডিএস অনিন্দ্য” দলটি কৃতিত্বের সাথে বিতর্ক করে রানার্সআপ ট্রফি অর্জনের মাধ্যমে নতুন করে ফেরার জানান দিল।

সিকৃবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাগর বলেন,‘একটি মৃতপ্রায় সংগঠনকে আমরা অত্যন্ত পরিশ্রম করে একটিভ করেছি। প্রায় তিনমাস টানা পরিশ্রমের পর একটা বড় অর্জন আসল।’

সহবিতার্কিক আফিফা রহমান ও তাসনিম সায়েম সাকিবের প্রশংসা করে শাহরিয়ার বলেন, ‘বরাবরের মতোই আফিফা ছিলেন অসাধারণ। তার বক্তৃতা ছিল জ্ঞানগর্ভ এবং যুক্তিগুলো ছিল কঠিন। তার দলগত কাজ প্রতিটি বিতর্ককে প্রাণবন্ত করেছে। পাশাপাশি সাকিব আমাদের সংগঠনের অন্যতম শ্রেষ্ঠ বিতার্কিক। সাম্প্রতিক বিতর্ক টুর্নামেন্টগুলোতে সাকিব ছিলেন অপ্রতিরোধ্য।’

 

উল্লেখ্য,এসডএিফ আইভি-২০২৩-এ চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘এসইউডিএস মুক্তমঞ্চ’। সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, এবছরের Aviate Abroad Presents SDF IV-২০২৩ প্রতিযোগিতায় ৮টি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের ১৮টি দল অংশ নয়। ৩ ও ৪ নভেম্বর এই প্রতিযোগিতা নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।

এএস // আতারা

শেয়ার করুন