১১ নভেম্বর ২০২৩


অবরোধ সফল করতে নগরীতে ছাত্রদলের মিছিল

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দু’দিন বিরতির পর রোববার থেকে সারাদেশে ফের ৪৮ ঘণ্টার অবরোধ পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তৃতীয় দফার অবরোধ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে চতুর্থ দফার এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে রোববার থেকে ৪৮ ঘণ্টার এই অবরোধ সফল করতে সিলেটে মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল। শনিবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার থেকে মিছিলটি বের করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নানারকমের স্লোগান দেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহাসানের নেতৃত্বে মিছিলে জেলা ছাত্রদলের সহসভাপতি জুবের আহমদ, কামরান আহমদ, ছাত্রদলনেতা ফখরুল ইসলাম পান্নাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলের শুরুতে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ অনেক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এএস // আতারা

শেয়ার করুন