১১ নভেম্বর ২০২৩
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুর্নগঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেলে বালাগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের গঠিত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর আলোচনা সাপেক্ষে অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রদানের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
নতুন কমিটি গঠন উপলক্ষে প্রেসক্লাবটিতে সদস্য আহ্বান করা হয়েছে । আগ্রহীরা সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকা অফিস থেকে সদস্য ফরম সংগ্রহ করতে হবে । এনআইডি কার্ড এর ফটোকপি, স্ব-স্ব পত্রিকা সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র, এককপি পাসপোর্ট সাইজ ছবি, নতুন আবেদনকারীদের ক্ষেত্রে স্ব-স্ব পত্রিকায় বাই নেম (নিজ নামে) প্রকাশিত তিনটি সংবাদসহ আগামী ১৫ নভেম্বর-এর মধ্যে সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকা অফিসে প্রয়োজনীয় কাগজপাতি জমা দিতে বলা হয়েছে।
কাগজপত্র যাচাই-বাছাই শেষে আগামী ১৭ নভেম্বর সদস্য তালিকা প্রকাশ করা হবে।