১৩ নভেম্বর ২০২৩


বালাগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মতবিনিময়

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ থানার নবাগত ওসি মোহাম্মদ বদিউজ্জামান উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। তিনি ৩০ সেপ্টেম্বর বালাগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় থানায় উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কালে সাংবাদিকসহ বালাগঞ্জবাসী সবাই একসাথে মিলে মিশে কাজ করবেন বলে জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা সহ প্রত্যকটি কাজে সকলের সহযোগীতা প্রত্যাশা করে ওসি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে এপর্যন্ত বেশ কয়েকটি ভোটার কেন্দ্র পরিদর্শন করেছি। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলো পরিদর্শন করে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে সার্বিক বিষয়ে আলাপ করেছি। সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। সকল সাংবাদিক বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যেমে জনসচেতনতা তৈরি সম্ভব। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, সম্প্রতি ইস্যুতে জনগণের জানমালের যেনো ক্ষতি না করতে পারে দুষ্কৃতিকারী বালাগঞ্জ থানা খুবই সচেতন অবস্থানে রয়েছে। এপর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং কেউ কোনো নাশকতা করার পরিকল্পনা করলে গোপনে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফয়েজ আহমদ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাব উদ্দিন শাহীন, রজত চন্দ্র দাস ভূলন, জিল্লুর রহমান জিলু, হুসাইন আহমদ, শামীম আহমদ, আবুল কাশেম অফিক, আব্দুল কাদির, এসএম হেলাল, আবুল হোসেন ইমন, রাজিন আহমদ, জাকির হোসেন, তারেক আহমদ প্রমুখ।

শেয়ার করুন