১৪ নভেম্বর ২০২৩


মৌলভীবাজারে আজ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —ফাইল ছবি

শেয়ার করুন

 

মৌলভীবাজার প্রতিনিধি : শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন মৌলভীবাজার জেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করা হবে আজ (মঙ্গলবার)। সকাল ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এ তথ্য নিশ্চিত করেছেন।


একইদিনে মৌলভীবাজারে সম্পন্ন হওয়া একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এতে মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন বলেও জানা গেছে।

এএস // আতারা

 

শেয়ার করুন