১৪ নভেম্বর ২০২৩


শ্রেয়া ঘোষালের সঙ্গে হিন্দি গানে আসিফ

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি এখনও নিয়মিত গান ও মিউজিক ভিডিও করছেন। তরুণ ও উদীয়মান শিল্পীদের সঙ্গে তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবার আসিফ ভারতের নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গে গান গাওয়ার ঘোষণা দিলেন।

এ প্রসঙ্গে এক ফেসবুক স্ট্যাটাসে আসিফ আকবর লেখেন, বিগত দেড় দশকে শ্রেয়া ঘোষাল নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ফ্যান আমি।

ভার্সেটাইল এ গায়িকার সুরে বিমোহিত সারাবিশ্ব। মাস তিনেক ধরে শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।

২৪ নভেম্বর শ্রেয়া প্রথম হিন্দি গানটির ভয়েস দেবেন মুম্বাইতে। আমি গত কয়েকদিন ধরে অসুস্থ আছি, নিজেকে ফিট মনে করলে মুম্বাই গিয়েই ভয়েস দেব। আসিফ আশা করছেন তার ভক্তদের ভালো কিছু উপহার দিতে পারবেন।

শেয়ার করুন