১৪ নভেম্বর ২০২৩
অবরোধ সফল করতে সিলেটবাসীর প্রতি জেলা বিএনপির আহ্বান। — ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গেল কয়দিন থেকে টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনারা।মঙ্গলবার ভোর ৬টায় চতুর্থ দফার অবরোধ কর্মসূচি শেষ হয়েছে তাদের।একদিন বিরতি দিয়ে বুধবার থেকে ফের অবরোধ ডেকেছে বিরোধী দলগুলো।
বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া টানা ৪৮ ঘণ্টার এ অবরোধ কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছে জেলা বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় আজকের সিলেটকে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জেলা ও মহানগর বিএনপি, সকল উপজেলা, পৌর ও মহানগরের সকল ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী এবং মুক্তিকামী সিলেটবাসীর প্রতি সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করার বিশেষ আহ্বান জানাচ্ছি।
এএস // প্রেবি // আতারা