১৮ নভেম্বর ২০২৩
হামাসের জিম্মি মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্তি দেওয়ার যে প্রস্তাব দিয়েছিল হামাস— তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
শুক্রবার ইসরায়েলের বিশেষ মন্ত্রিসভার (ওয়্যার ক্যাবিনেট) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইসরায়েলের ওয়্যার ক্যাবিনেটের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর তিন ঘণ্টা বৈঠক করেন মন্ত্রিসভার সদস্যরা। সেই বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ত বলেন, ‘আমরা ভেঙে ভেঙে নয়— সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করতে চাই। হামাসের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয়; তবে যদি হামাস ৭০ থেকে ৮০ জন জিম্মিকে মুক্তি দিতে রাজি থাকে, সেক্ষেত্রে তাদের প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।’
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর কাতারের মাধ্যমে হামাস জানিয়েছিল— যদি ইসরায়েল গাজা উপত্যকায় ৫ দিনের যুদ্ধবিরতি দেয়, সেক্ষেত্রে তাদের হাতে থাকা জিম্মিদের মধ্যে ৭০ জনকে মুক্তি দেওয়া হবে। পরে এক সংশোধিত প্রস্তাবে হামাস জানায়, ৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ জন জিম্মিকে ছেড়ে দিতে রাজি আছে গোষ্ঠীটি।
এএস // আতারা