১৮ নভেম্বর ২০২৩
মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সিলেটের ওসমানীনগরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) উপজেলার সাদিপুর ইউনিয়নের খছরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয়বারের মতো ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করেন সুরেজা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল গণি।
ফাউন্ডেশনের সভাপতি মাসুদ আহমদ জানান, সকাল ১১ টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১: ৩০মিনিট পর্যন্ত বাংলা ও ইংরেজীসহ পাচঁটি বিষয়ে আড়াই ঘণ্টা বৃত্তি পরীক্ষা চলে।
পরীক্ষায় মৌলভীবাজার সদর, বালাগঞ্জ ও ওসমানীনগরের বিভিন্ন এলাকার ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষা অংশ নেন। পরবর্তীতে বৃত্তি পরীক্ষায় উর্ত্তীন ৬০ জন শিক্ষার্থীকে সনদ ও নগদ অর্থ প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সুরেজা বেগম ফাউন্ডেশনের সভাপতি মাসুদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমদ,সাধারণ সম্পাদক মালেক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ।