২০ নভেম্বর ২০২৩


দক্ষিণ সুরমায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছ পুলিশ। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে দক্ষিণ সুরমা অতির বাড়ি নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে থেকে দক্ষিণ সুরমা থানা পুলিশ গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

শেয়ার করুন