২০ নভেম্বর ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং এর উপজেলা শাখার অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মধ্যনগর থানা সংলগ্ন কৃষিব্যাংক বিল্ডিংয়ের ৩য় তলায় কার্যালয়ে উদ্বোধনকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে কতৃপক্ষ বাংলাদেশ ইসলামী ব্যাংক আউটলেট এজেন্ট কার্যালয়ের গ্রাহক সেবা সম্পর্কিত অবগত করেন ব্যাবসায়ীদেরকে।
মতবিনিময়ে মোহনগঞ্জ ব্রাঞ্চের অফিসার ও ইনভেস্টমেন্ট ইনচার্জ আনোয়ার হোসেন’র সঞ্চালনায় ও ইসলামী ব্যাংক মোহনগঞ্জ শাখা প্রধান মোঃমহিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিরেন, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম ইমরান হোসেন, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,ইমাম আবুল হাসান আখঞ্জি সহ মধ্যনগরের স্থানীয় ব্যাবসায়ী ও বিশিষ্টব্যাক্তিবর্গ।