২০ নভেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত। সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স কমিটির আহ্বায়ক আবু আহমদ ছিদ্দীকী-এর সভাপতিত্বে এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ,অতিরিক্ত ডিআইজি সিলেট হাইওয়ে রেঞ্জ, জেলা প্রশাসক সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, পুলিশ সুপার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় চার জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী দৃঢ়করণ, চোরাচালান প্রতিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিভিন্ন সংস্থার চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযান ও জব্দকৃত মালামালের বিবরণী পর্যালোচনাসহ এ সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
এতে উপজেলা ও ইউনিয়ন চোরাচালান প্রতিরোধ কমিটির সভা সম্পর্কে বলা হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, বিজিবি ও কাস্টমসের সমন্বয়ে নিয়মিত সভা করা হয়।
এ কমিটির বাস্তবায়ন অগ্রগতি শতভাগ উল্লেখ করে বলা হয়, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সিলেট বিভাগের সীমান্তবর্তী ১৯টি উপজেলার মধ্যে প্রত্যেকটি উপজেলায় এবং সিলেট বিভাগের সীমান্তবর্তী ৬৪টি ইউনিয়নের মধ্যে সবক’টিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জেলা টাস্কফোর্স যথাক্রমে পাঁচটি অভিযান পরিচালনা করে ৪৫ লক্ষ টাকা মূল্যমানের দ্রব্যাদি ও সাতটি অভিযান পরিচালনা করে প্রায় ১৭ হাজার টাকা মূল্যমানের দ্রব্যাদি এবং দুই ব্যক্তিকে আটক করেছে।
এ দুইমাসে কুলাউড়া,শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে অভিযান, চলন্ত ট্রেনে চোরাচালান বিরোধী অভিযান এবং মোবাইল কোর্ট সংক্রান্ত ১শত ৬২টি অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট। তবে কোন মালামাল পাওয়া যায় নি। বন বিভাগ ২১টি অভিযান পরিচালনা করে কোন বনজদ্রব্য পায় নি।
চোরাচালান প্রতিরোধে পরিচালিত (সকল সংস্থার) অভিযান ও জব্দকৃত মালামালের বিবরণী পর্যালোচনাতে বলা হয়, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যথাক্রমে ৯হাজার ৬৫৬টি অভিযান পরিচালনা করে ২হাজার ৫৪কোটি টাকা মূল্যমানের দ্রব্যাদি, ৩০৩জন ব্যক্তিকে আটক ও ৯হাজার ৫৬৯টি অভিযান পরিচালনা করে প্রায় ১৫৭৭ কোটি টাকা মূল্যমানের দ্রব্যাদি এবং ১৫৮ ব্যক্তিকে আটক করা হয়েছে।
মাদক বিরোধী যৌথ অভিযান এবং মোবাইল কোর্ট বিবরণী পর্যালোচনাতে বলা হয়, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যথাক্রমে ৪হাজার ৫৪৬টি অভিযান পরিচালনা করে ২কোটি ৪৪ লক্ষ ৯২হাজার ৭৮৪ টাকা মূল্যমানের দ্রব্যাদিসহ ২২৮ জন ব্যক্তিকে আটক, ৪হাজার ৫০২টি অভিযান পরিচালনা করে ২কোটি ৯লক্ষ ৪২হাজার ৮২৫টাকা মূল্যমানের দ্রব্যাদিসহ ১৬৯ জন ব্যক্তিকে আটক এবং ২শত ২৪ টি মামলা দায়ের করা হয়েছে।
এএস // আতারা