২০ নভেম্বর ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি। ছাড় পাচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানও।বিগত কয়েকমাস থেকে চলা এসব চুরির ঘটনায় নীরব ভূমিকায় পুরো উপজেলা।
মাস চারেক আগে পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযুক্ত খুঁটি থেকে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি হয়। বর্তমানে ট্রান্সমিটার বিহীন সরাসরি সংযোগ থেকে বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে। অপ্রয়োজনীয় যন্ত্রাংশের কিছু অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় স্কুল থেকে আধা কিলোমিটার দূরে মরাখাল নামক স্থানে।
এলাকাবাসীর ধারণা, কোনো দক্ষ ইলেকট্রিশিয়ানরা এসব চুরির পেছনে জড়িত। শুধু বিদ্যালয় নয়, উপজেলার লাতুর গাঁও,দারগাঁও,পূর্ব ভোলারজুমসহ বিভিন্ন স্থানে কৃষি কাজের জন্য তৈরি সেঁচের বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হচ্ছে অহরহ । এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এএস // আতারা