২১ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের উত্তরাঞ্চলের বিরানিত সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ।সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আরও পড়ুন : প্রথমবারের মতো হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি ইসরায়েল
এই হামলায় ইসরাইলি সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি আইডিএফের।
ভিডিওতে দেখা যায়,রকেট আঘাত হানার সঙ্গে সঙ্গে ঘাঁটিতে আগুন ধরে যায়। তবে এই হামলায় কোনো হতাহত হয়নি।
আরও পড়ুন : আধিপত্যের দ্বন্দ্বে প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর
ওই হামলার ঘটনার পরপরই ইসরাইলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শমোনা, মানারা ও মার্গালিওট শহরে সাইরেন বাজিয়ে রকেট হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরাইলের তিনটি শহরে রকেট সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। লেবানন থেকে ছোড়া রকেটের বিষয়ে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট
এএস // আতারা