২১ নভেম্বর ২০২৩


দোয়ারাবাজারে সড়কের পাশে মুরগীর খামার : বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

শেয়ার করুন

 

দোয়ারাবাজার প্রতিনিধি : মুরগীর বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা, লক্ষীপুর,বগুলাসহ তিন ইউনিয়নের হাজার হাজার মানুষ। এলাকাজুড়ে এসব দুর্গন্ধে বাড়ছে মশা,মাছির উৎপাতও।

সরেজমিনে দেখা যায়, সুরমা, লক্ষীপুর-বগুলা তিন ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়কের পূর্বপাশে ব্রয়লার মুরগীর ফার্ম করেছেন কলিম উদ্দীন নামের একজন। আর এ ফার্মের বিষাক্ত বিষ্ঠার দুর্গন্ধের কারণে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। প্রতিদিনই বাড়ছে পাতলাপায়খানা, বমি-মাথাব্যথাসহ মশা-মাছির উপদ্রব। দুর্গন্ধে পথচারী শিক্ষার্থীদের যাতায়াত সমস্যায় পড়তে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ,ফার্মের মুরগীর বিষ্ঠার গন্ধের জন্য এলাকায় টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে। জীবাণু ও দূষিত বাতাসে অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে প্রতিদিন।

নাম প্রকাশে অনিচ্ছুক গিরিশনগর গ্রামের একজন বাসিন্দা বলেন, বিষ্ঠার দুর্গন্ধে এলাকার বাতাস দূষিত হয়ে পড়েছে। শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। খেতে বসলে দুর্গন্ধে খাবার গলা দিয়ে নামে না। মশা, মাছি বিস্তার ঘটাচ্ছে জীবাণুর। জীবাণু ও দূষিত বাতাসে অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে। এই রাস্তায় চলতে হলে বিষ্ঠার দুর্গন্ধের কারণে মুখ ডেকে চলাচল করতে হচ্ছে।

পোল্ট্রি ফার্মের মালিক কলিম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অযথা কলদিয়ে বিরক্ত করবেন না। প্রায় ২০ বছর ধরে ফার্ম ব্যবসা করতেছি, কোনদিন এ ধরণের অভিযোগ আসে নি। কেউ অভিযোগ দিলে কোন সমস্যা নাই।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহার নিগার তনু বলেন, রাস্তার পাশে খোলা অবস্থায় যেখানে-সেখানে মুরগির ফার্ম করা যাবে না। এটা নিয়মের ভেতরে নাই। এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ করে নি। অভিযোগ পেলে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।

 

এএস // আতারা

শেয়ার করুন