২১ নভেম্বর ২০২৩


সিলেট-১ আসনে প্রার্থী হতে চান অধ্যাপক জাকির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেনসিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সোমবার (২০ নভেম্বর) সকালে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাকির হোসেনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন।

সিলেট-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অধ্যাপক জাকির হোসেন ।

জাতীয় সংসদের ২২৯ (সিলেট-১) আসনটিতে ২০১৮ সাল থেকে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন । এর আগে তার বড় ভাই আবুল মাল আবদুল মুহিত দুই মেয়াদে এই আসনের সংসদ সদস্য ছিলেন এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন অধ্যাপক জাকির হোসেন।

শেয়ার করুন