২১ নভেম্বর ২০২৩


বৃহস্পতিবার ঐতিহ্যবাহী দারুসসালাম লাফনাউট মাদরাসার জলসা

মাদরাসার মূল ভবনের একাংশ। ফাইল ছবি।

শেয়ার করুন

 

আবু তালহা রায়হান : আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন ঐতিহ্যবাহী দারুসসালাম লাফনাউট মাদরাসার বার্ষিক এনাম ও হিসাবের জলসা।

আরও পড়ুন : ছাত্রলীগকর্মী আরিফ হত্যা : ওসির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, আটক ২

মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুল খালিকের (চাক্তা) বরাত দিয়ে আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সূত্র।


তারা জানায়, প্রতিবারের মত এবারও ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের বার্ষিক জলসা অনুষ্ঠিত হবে। বিকাল ৩ টা থেকে শুরু হয়ে চলবে পরদিন ফজর পর্যন্ত। মহতি এ মাহফিলকে সফল করত দেশবাসীর প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদরাসার মহাপরিচালক। 

 

আরও পড়ুন : প্রকৃতির অপরূপ লীলাভূমি ‘মাধবপুর লেক’

বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এ জলসায় দেশের খ্যাতনামা আলেমগণ অংশগ্রহণ করে জাতির উদ্দেশ্যে দরদী নাসিহাত পেশ করবেন।

উল্লেখ্য, ১৯০৯ ইংরেজিতে প্রতিষ্ঠিত প্রাচীন এ মাদরাসা ইসলাম ও মুসলিমদের খেদমতে অগ্রণী ভূমিকা পালন করছে। জন্ম দিয়েছে শত শত মুহাদ্দিস,শায়খুল হাদিসের। এছাড়া সামাজিক অপকর্মসহ বিভিন্ন কুসংস্কৃতি রোধে প্রতিষ্ঠানটি সদা সোচ্চার।

শেয়ার করুন