You Are Here: Home»মহানগর»গোলাপগঞ্জ পৌর বিএনপির কমিটি বিলুপ্ত
গোলাপগঞ্জ পৌর বিএনপির কমিটি বিলুপ্ত
ডেস্ক রিপোর্ট : গোলাপগঞ্জ পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করেছে জেলা বিএনপি। দীর্ঘদিন থেকে কমিটিতে থাকা নেতৃবৃন্দের নিস্ক্রিয়তা ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কেন্দ্রের নির্দেশে এ কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেট জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেন, কেন্দ্রের নির্দেশে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও তার স্বাক্ষরে বিজ্ঞপ্তিতে পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই উক্ত নির্দেশনা কার্যকর হবে।