You Are Here: Home»মহানগর»মাদক বিরোধী অভিযানে আটক ১
মাদক বিরোধী অভিযানে আটক ১
নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে নগরীর ভার্থখলা, ভাবনা পয়েন্ট ও চালীবন্দর এলাকায় এ মাদক বিরোধী অভিযান চালানো হয়।
অভিযানের ১ম দিনে ৫’শ গ্রাম গাঁজা, ১২ ক্যান বিয়ার ও ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসময় ১জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উপ পরিচালক ও গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ এপিবিএন এর প্রায় ২০জন সদস্য উপস্থিত ছিলেন।
অভিযানের সময় স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা, কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উৎসাহিত করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক সব সময় নিয়মিত অভিযান পরিচালিত হলেও অধিদপ্তরের মহা পরিচালক ও পরিচালক (অপারেশনস) এর তত্ত্বাবধানে এটি চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান। বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা বলেন, দেশের চলমান মাদক বিরোধী অভিযানের ন্যায় সিলেটেও এ অভিযান অব্যাহত থাকবে।