You Are Here: Home»শীর্ষ সংবাদ»নবীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ৩
নবীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে বাজকাশারা গ্রামে থেকে ছয়টি দেশীয় ধারালো অস্ত্র রামদাসহ ৩ জনকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো, বাজকাশারা গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে আব্দুল ছালেক ও আব্দুল খালেক এবং আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৪)।
বুধবার মধ্যরাত আড়াইটার দিকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে খালেদ মিয়া ও সাবেক মেম্বার মর্তুজা আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত ১টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই মফিদুল হক, এসআই মজহারুল ইসলাম, এসআই সাইফুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি রামদা, ফিকলসহ বিভিন্ন ধরণের বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।