You Are Here: Home»শীর্ষ সংবাদ»হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং ও ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত ১৫ জন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার আতুকুড়া বাজার থেকে একটি যাত্রীবাহি টমটম (ইজিবাইক) হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। টমটমটি কালারডোবা এলাকায় পৌছলে হবিগঞ্জ থেকে বানিয়াচঙ্গগামী বেপরোয়া পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে সন্ধ্যা রানী সরকার (৫০) নামে এক নারী নিহত হয়। সে বানিয়াচঙ্গ উপজেলা মক্রমমপুর ইউনিয়নের নতুলার পুর গ্রামের মৃত প্রভু সরকারের স্ত্রী।
এ ঘটনায় আরো টমটম এর আরো ৫যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এবং ঘাতক চালক আব্দুল আহাদকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আহাদ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুর শহিদের ছেলে।
বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের ডুবাঐ বাজারে এনা পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে কানন (২৫), হৃদয় মিয়া (১৮), রহিদুল ইসলাম (১৩), কামরুল হাসান (২৫), রাইছুল ইসলাম (২৪), জুনায়েদ (২৮) ও সাদিক হোসেন (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবু তাহের দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।