You Are Here: Home»প্রবাস জীবন»সৌদিতে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত
ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছেহয়েছেন। নিহত নিজাম উদ্দিন (২৮)। সে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের গোরকপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
শুক্রবার সৌদি আরবে নিজাম উদ্দিন বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, নিজাম উদ্দিন সৌদি আরবে দীর্ঘদিন থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন। দেড় বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার সৌদিতে ফিরে যান। তার দুই ছেলে সন্তান রয়েছে।
এদিকে নিজাম উদ্দিন সৌদি আরবে সড়ক দুর্ঘটায় মৃত্যুবরণ করেছে, এমন খবর নিহতের পরিবারের সদস্যদের কাছে আসলে তাদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।