You Are Here: Home»শীর্ষ সংবাদ»কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলায় বর্নি এলাকায় পাথর বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। নিহত ব্যক্তির নাম ইউসুফ আলি (৫০)। তিনি সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তিনি উপজেলার রাজনগর গ্রামের মৃত সুরুজ আলির ছেলে।
সোমবার বিকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি তাজুল ইসলাম বলেন, বর্ণি এলাকায় সিলেট শহর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা সঙ্গে অপর একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ আলি গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। আহত ব্যক্তিদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।