নিজস্ব প্রতিবেদক : মো. সেলিম উদ্দিন ও এটি ইউ তাজ রহমান। মহাজোটের মিত্র জাতীয়পার্টির কেন্দ্রীয় নেতা তারা। এদের মধ্যে সেলিম উদ্দিন বর্তমান সাংসদ ও হুইপ। আর এটি ইউ তাজ রহমান দীর্ঘদিন ধরে নির্বাচনী মাঠে সরব থাকলেও ভোটে লড়ার সুযোগ হয়নি।
জাপার এই প্রভাবশালী দুই নেতার বাড়ি সংসদীয় আসন সিলেট-৬ এর বিয়ানীবাজারে। নিজ সংসদীয় আসন থেকে দু’জনেরই নির্বাচনের প্রস্তুতি থাকলেও মহাজোটের স্বার্থে এবং জাপা চেয়ারম্যানের নির্দেশে নতুন ঠিকানা খুজতে হয় তাদের। এরমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে সেলিম উদ্দিন সিলেট-৫ ও সিলেট-৬ আসনে এবং তাজ রহমান সিলেট-৪ আসনে পার্টির মনোনয়নপত্র জমা দেন।
তবে এ নির্বাচনে নিজের আসন পাননি সেলিম উদ্দিন। তাকে সিলেট-৫ আসনেই মহাজোটের প্রার্থী করা হয়। ভোটাবিহীন নির্বাচনে সাংসদ হন তিন। কিন্তু ওই নির্বাচনে সিলেট-৪ আসনে পার্টির মনোনয়নপত্র জমা দিলেও শেষপর্যন্ত নির্বাচন করতে পারেননি তাজ রহমান। মহাজোটের স্বার্থে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। তবে, হাল ছাড়েননি। এবারও জাপার এই দুই নেতা প্রার্থী হয়েছেন তিনটি আসনে। এরমধ্যে সেলিম নিজের আসনের পাশাপাশি পরবাসী সংসদীয় আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে তাজ রহমান নিজের আসনের দিকে না তাকিয়ে নির্বাচনের আশায় দীর্ঘদিন ধরে গড়া নতুন ঠিকানাই বেছে নিয়েছেন। প্রার্থী হয়েছেন সিলেট-৪ আসনে। যদিও বাছাইপর্বে সেলিম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন তিনি। আপিলের রায়ের ওপরই নির্ভর করেছে আসন্ন নির্বাচনে তার ভোটে থাকা-না থাকা।
আর প্রার্থীতায় কোনো সমস্যা না হলেও ভোটের শঙ্কায় আছেন তাজ রহমানও। কারণ জাপার এই দুই নেতার প্রার্থী হওয়া তিনটি আসনেই মহাজোটের প্রধান আওয়ামী লীগও প্রার্থী দিয়েছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীতদের প্রার্থীতা প্রত্যাহারের সম্ভাবনাও কম।