You Are Here: Home»শীর্ষ সংবাদ»বিয়ানীবাজারে পেট্রোলের আগুনে দগ্ধ শিক্ষকের মৃত্যু
বিয়ানীবাজারে পেট্রোলের আগুনে দগ্ধ শিক্ষকের মৃত্যু
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলের আগুনে দগ্ধ শিক্ষক বিয়েন্দভুষণ চক্রবর্তী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
স্থানীয়রা জানান, গত ৩০ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা পেট্রোল ছুড়ে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বিয়েন্দভুষণ চক্রবর্তীর গায়ে আগুন ধরিয়ে দেন।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরদিন তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে ছয়দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
নিহতের পরিবারের দাবি, তাকে হত্যার উদ্দেশেই পরিকল্পিতভাবে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, প্রবীণ শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দুই সহোদরকে আটক করা হয়েছে।