You Are Here: Home»শীর্ষ সংবাদ»হবিগঞ্জে টমটম উল্টে যাত্রী নিহত
হবিগঞ্জে টমটম উল্টে যাত্রী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে টমটম (ইজিবাইক) উল্টে এখলাছ মিয়া (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ইকরাম-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। সে ইকরাম গ্রামের সুরুজ আলীর পুত্র। এ ঘটনায় আরও আহত হয়েছেন অন্তত ৩ জন। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, এখলাছ মিয়া নামে ওই ব্যক্তি ইকরাম টমটম যোগে থেকে সাঙ্গর যাওয়ার পথে পথিমধ্যে টমটমটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ ত্রিলোক চাকমা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।