নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের নেয়া প্রাথমিক সিদ্ধান্ত অনুযয়াী মার্চেই সারাদেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এবারের উপজেলা নির্বাচনে দেশের ৪৯২টি উপজেলার ১২ টি উপজেলা পরিষদে ভোট গ্রহন করবেনা নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে সিলেট বিভাগের ৪টি উপজেলা রয়েছে।
ইসি নির্বাচন পরিচালনা শাখার দেয়া তথ্যমতে, সিলেট বিভাগের ৪০টির মধ্যে ৩৬টি উপজেলা পরিষদে ভোট হবে। এর মধ্যে সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ ও ওসমানীনগর উপজেলা, সুনামগঞ্জের জগন্নাথপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদে এ বছর নির্বাচন হবে না।