অতিথি প্রতিবেদক
সিলেট : নগরীর ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সের সামনে যাত্রী উঠানামা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে সড়ক অবরোধ করেন হিউম্যান হলারের (লেগুনা) চালকরা।
শনিবার দুপুরে তারা সড়ক অবরোধ করেন।
এদিকে, ব্যবসায়ীরা বন্দরবাজারে জেল রোড পয়েন্টে সড়ক অবরোধ করেন। এসময় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘাতের আশঙ্কা দেখা দেয়। অবশ্য পুলিশ এসে উভয়পক্ষকে বোঝানোর ঘণ্টাখানেকের মধ্যে অবরোধ তুলে নেয়। অবরোধের কারণে নগরীর সোবহানীঘাট, নাইওরপুল, বন্দরবাজার সড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ধোপাদিঘীর পূর্বপাড়ে হিউম্যান হলার (লেগুনা) জেলরোড পয়েন্ট সংলগ্ন বন্দরবাজার সড়কে ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে লেগুনা দাঁড় করিয়ে উঠানামা করায় ব্যবসায়ীরা দোকানের সামনে থেকে সরে গিয়ে যাত্রী তোলার অনুরোধ করলে কাটাকাটি শুরু হয়।
শ্রমিকদের অভিযোগ, শামীম আহমদ নামে এক হিউম্যান হলার চালককে ব্যবসায়ীরা মারধর করেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ব্যবসায়ীরা জানান, শ্রমিকরা নির্দিষ্ট স্ট্যান্ড রেখে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হিউম্যান হলার (ইমা-লেগুনা) দাঁড় করিয়ে যাত্রী ওঠান। তাদের সঙ্গে কথা বলাই যেনো দুস্কর।
কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ ইয়াসিন জানান, যাত্রী ওঠানামা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ব্যবসায়ী ও শ্রমিকরা সড়ক অবরোধ করেন। উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে থাকলেও তাদের বোঝানো হলে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।