১৭ ডিসেম্বর ২০১৯
জকিগঞ্জ প্রতিনিধি : সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল আহমদ (২৭) ও শাবনুর বেগম (১৯) নামে এক প্রেমিক যুগলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার দিঘিরপার ইউনিয়নের শাহপুরের জমির উদ্দিনের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাসেল আহমদ (২৭) এবং জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের হারিছ উদ্দিনের মেয়ে শাবনুর বেগম (১৯)। শাবনুর সিলেট পলিটেকনিক ইন্সিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি নগরের একটি ছাত্রী হোস্টেলে থাকতেন।
সোমবার বিকেলে জকিগঞ্জ-সিলেট সড়কের ভরন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে জকিগঞ্জ-সিলেট সড়কে ভরন এলাকায় একটি পাওয়ার টিলার মূল সড়কে উঠতেই দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাসেল ও শাবনুর গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ওসি মীর আব্দুন নাসের বলেন, মরদেহ দুইটি উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মৃতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।