২৯ জানুয়ারি ২০২০


সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ক্ষেত থেকে খিরা তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. চাঁন মিয়া (৪৭)। তিনি মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার চাচা মো. শফিক মিয়াকে আটক করেছে পুলিশ। শফিক মিয়া একই গ্রামের হাজী আব্দুল জব্বারের ছেলে।

বুধবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মুরাদপুর গ্রামে হাওরে খিরা ক্ষেতে কাজ করার সময় খিরা উত্তোলন করা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা মো. শফিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভাতিজা মো. চাঁন মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে চাচা মো. শফিক মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জমি থেকে খিরা পাড়া নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত চাচাকে পুলিশ আটক করেছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

শেয়ার করুন