২৩ এপ্রিল ২০২০


মৌলভীবাজারে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় চারজনের করোনাভাইরাস শনাক্ত হলো।

বুধবার রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোল এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে সিলেট থেকে ফোনে জানানো হয়েছে মৌলভীবাজারে দুইজনের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। তবে তারা কোন এলাকার তা এই মুহূর্তে প্রকাশ করা যাবে না। তাদেরকে আইসোলেশনে নেয়া হবে এবং যারা তাদের কাছাকাছি এসেছিলেন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে ।

এর আগে মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলার দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। যাদের মরদেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষার পর জানা যায় তারা করোনায় আক্রান্ত ছিলেন।

শেয়ার করুন