২৪ এপ্রিল ২০২০


জুড়ীতে রাসেল আহমেদের অর্থায়নে ত্রাণ বিতরণ

শেয়ার করুন

জাকির মনির, মৌলভীবাজার প্রতিনিধিঃ পরের জন্য দুঃখ অনুভব করলে নিজের দুঃখ হ্রাস পায়। আসলেই পরের দুঃখ কষ্টকে উপলব্ধি করার মাঝে প্রকৃত সার্থকতা নিহিত। বিশ্ব করোনা ভাইরাসে প্রতিটি জাতি এক অন্ধকারময় সময় অতিক্রম করছে। এরই ধারাবাহিকতা বাংলার প্রতিটি এলাকার মানুষ আতংকে সময় পার করছে। কোথাও আশার আলো নেই। তার মাঝে দারিদ্র্যের করাল থাবা অসহায় মানুষ গুলোকে আরো অসহায়ত্ব করে তুলছে। তবুও থেমে নেই দাতাদের অনুদান।
 
জুড়ী উপজেলার সাগরনাল ইউপির হোসনাবাদ গ্রামের রফিক আহমেদের ছেলে রাসেল আহমেদ নিজ অর্থায়নে তার নিজ গ্রামে ৫০জন অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
 
বুধবার (২২ এপ্রিল) বিকেলে হোসেনাবাদ (মোকামবাড়ী) নিজ বাড়ীতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় বাড়ির মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন