২৪ এপ্রিল ২০২০


বালাগঞ্জে ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধিঃ দেশের বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
শুক্রবার (২৪ এপ্রিল) ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমেদ জানান, বালাগঞ্জ উপজেলায় ইরি, বোরো ধান পাকতে শুরু করেছে। লকডাউনের কারণে শ্রমিক সংকটে পড়েছে। তবে ধানের মোটামুটি ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। ফলে ধান কাটা-মাড়াইয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
 
ইতিমধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে উপজেলা সদরের মধ্যে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামের ফজলু মিয়ার প্রায় অর্ধ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন অর্ধশতাধিক ছাত্রলীগ কর্মীরা।
 
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমেদ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইফতেখার রাখিব, বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক রাসেদ আহমেদ জয়, উপজেলা ছাত্রলীগ নেতা শরিফ আদনান, কলেজ ছাত্রলীগ নেতা আহমেদ পিপলু সহ প্রমুখ।

শেয়ার করুন