বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জ উপজেলার বীর মুক্তিযুদ্ধা তারা মিয়ার বড় ছেলে ও বালাগঞ্জ পোস্ট অফিসের বেসরকারি নৈশ্যপ্রহরী হাসান মিয়ার উদ্যোগে নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে বালাগঞ্জ ইউনিয়নের রাধাকোনা গ্রামের খালিবাড়িতে (সখাবাড়ি) কিছু নিম্নবিত্ত অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে ছানা (ছোলা), ডাল, আলু, তৈল, খেজুর বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা তারা মিয়া, ফয়েজ মিয়া, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাগির হোসেন, রাধাকোনা মসজিদের মুয়াজ্জিন সহ প্রমুখ।
উল্লেখ্য যে, গত শীতকালে তিনি গরীব ও শিক্ষা প্রতিষ্টানের অসহায় ও দুস্থ মেধাবী ছাত্রদের মধ্যে কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।