দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১নং শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামে প্রবাসীদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও জাতির ক্রান্তিলগ্নে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে প্রবাসীদের অনুদানে এসব খাদ্য ও ইফতার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে ৮০টি পরিবারের মধ্যে পৌঁছে দেওয়া হয়।
বিতরণকৃত এসব সামগ্রীর মধ্যে ছিল তৈল, খেঁজুর, ছোলা, ডাল, পেঁয়াজ, আলু, লবণ। সম্পূর্ণ সামাজিক দুরত্ব নিশ্চিত করে উপজেলার মুক্তাখাই গ্রামে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
ইফতার সামগ্রী বিতরণ সর্ম্পকে জানতে চাওয়া হলে মুঠোফোনে প্রবাসী এম.শরীফ উদ্দিন বলেন, আমাদের মতো যদি সবাই এ রকম ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে মহামারী যতোই হোক না কেনো কোন মানুষকেই আর না খেয়ে থাকতে হবেনা।
প্রবাসী পাবেল আহমেদ বলেন, আমাদের দেশের অনেক প্রবাসী আছেন তারাও যেনো তাদের সাধ্য মতো বিশ্বের এমন মহামারীতে দেশের মানুষের পাশে দাঁড়ান।
আরেক প্রবাসী রুমেল আহমেদ বলেন, আমরা যারা এ করোনা ভাইরাস মহামারীতে মানুষের পাশে দাঁড়িয়েছি সামনে এমন আরো কোন সমস্যা হলে সবাই যেনো সহযোগিতার হাত আরো বাড়িয়ে দেই।