১৫ জুন ২০২০


বাবা-মায়ের কবরের পাশে চিরুনিদ্রায় শায়িত হবেন কামরান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান সিলেট নগরীর মানিকপীরের টিলায় মা-বাবার কবরের পাশে চিরুনিদ্রায় শায়িত হবেন। সোমবার সকালে তাঁর পরিবারের সাথে আলোচনা করে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। তবে কোন সময় জানাজা ও দাফন হবে সেটি জানাননি তারা।
 
এর আগে আজ সোমবার (১৫ জুন) বেলা ১২টা ২৪ মিনিটে তাঁর মরদেহ ছড়ারপারের বাসভবনে এসে পৌঁছে। মরদেহ পৌঁছোর সঙ্গে সঙ্গে আগে থেকেই বাসার সামনে অপেক্ষমান নেতাকর্মী ও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য অ্যাম্বুলেন্স ঘিরে ধরেন।
 
সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। অ্যাম্বুলেন্সে করে সকাল ৭টায় মরদেহ নিয়ে সিলেট রওয়ানা হন তাঁর ছেলে ডা. আরমান আহমদ শিপলু।
 
সিলেটের ছড়ারপারের বাসায় আনার পর সাবেক মেয়র কামরানের মরদেহ গোসল করানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ছড়ারপর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে মানিকপীর কবরস্থানে। এরপর মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।
 
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
 

শেয়ার করুন