১৭ জুন ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার ২নং বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেটের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্মরণসভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ মাগরিব ইউনিয়নের কালীবাড়ি বাজারস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ১৪ দলের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, ধর্মপ্রতিমন্ত্রী হাফেজ শেখ আব্দুল্লাহ এবং পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষণ কমিটির আহব্বায়ক, বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ’র স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কাল রাতের প্রত্যক্ষদর্শী মরহুমা শাহানারা বেগম আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান চৌধুরী বাছা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায়, সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে অনুষ্টিতব্য এ স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুক মিয়া ও আব্দুল কাইয়ুম দুলাল আরো উপস্হিত ছিলেন ইউ/পি আওয়ামী লীগের উপদেষ্টা সাহেব আলী, আওয়ামী লীগ নেতা কাজ্বী নজরুল ইসলাম, বালাগঞ্জ উপঃ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডাঃ এইচ এম ফজলু মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা নেফুর মিয়া প্রমুখ।