২৪ জুন ২০২০


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ারের করোনা জয়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকমের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার করোনা জয় করলেন। গত ১৩ই জুন ১ম নমুনা জমা দেন। ১৫ই জুুন রিপোর্টে তার করোনা ভাইরাস পজেটিভ এসেছিল। দীর্ঘ ১২ দিন পর আজ (২৫ই জুন) দ্বিতীয় টেষ্টে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।

উল্লেখ্য গত ১৫ই জুন সোমবার রাতে তার করোনা পজেটিভ বলে নিশ্চিত হওয়া গিয়েছিল। করোনায় হোম আইসোলেশনে থেকেই তিনি সংবাদ প্রচার করে গেছেন।

প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করার শুরু থেকে ইয়াকুব শাহরিয়ার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রতিটি নিউজ গুরুত্ব সহকারে কাভারেজ করে আসছিলেন।

এদিকে, দ্রুত রোগমুক্তি লাভ করায় আজকের সিলেট পরিবার আল্লাহর কাছে শোকরিয়া আদায় করার পাশাপাশি ইয়াকুব শাহরিয়ারকে অভিনন্দন জানিয়েছে।

শেয়ার করুন