২ জুলাই ২০২০
বিভাস চক্রবর্তী রনি, বালাগঞ্জ থেকে : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এটি থেকে রক্ষা পেতে প্রাথমিকভাবে নাক, মুখ, চোখ ও হাতকে নিরাপদ রাখার উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে নাক, মুখ, চোখ দিয়েই প্রবেশ করে ভাইরাসটি। আর আমরা প্রতিনিয়িতই অপ্রয়োজনীয়ভাবে আমাদের হাত চলে যায় এসব স্পশ্বকাতর স্থানে। এজন্য বাব বার হাত ধোয়ার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞতা। বিষয়টি মাথায় রেখে সারাদেশের বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য হাউজ নির্মান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বালাগঞ্জ উপজেলা সদরে হাত ধোয়ার জন্য স্থায়ী হাউজ নির্মাণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিলেট। উপজেলা সদরের প্রবেশমূখে উপজেলা রিসোর্স সেন্টারে স্থাপিত এই পানির হাউজে সবই আছেন, কিন্তু পানি আর সাবান নেই। এখানে হাত ধোয়ার জন্য গেলেও হাউজের টেপে পাওয়া যাচ্ছেনা পানি, এমনকি দেখা মিলছেনা সাবানেরও।
উপজেলা সদরে বাজার করতে আসা মহসিন আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাদেশের ন্যায় বালাগঞ্জেও প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন অনেকেই। এখানে হাত ধোয়ার জন্য হাউজ থাকলেও কোন সময়ই এখানে পানি পাওয়া যায়না, এমনকি সাবানও নেই। এটি রেখে কি লাভ হলো?
উপজেলা সদরের ব্যাবসায়ী ফাহিম খান বলেন, সরকার এখানে এত টাকা খরছ করল, কিন্তু ব্যবহার করা যাচ্ছেনা। সরকারের টাকাটা শুধু শুধুই অপচয় হলো।বিষয়টি নিয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিলেটের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন আজকের সিলেটকে বলেন, এখানের পানির লাইন উপজেলা রিসোর্স সেন্টার থেকে নেয়া। রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন, আর আমাদের উপজেলা প্রকৌশলীও করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন। এজন্য সমন্বয় করা সম্ভব হচ্ছেনা। আমি সংশ্লিস্টদের সাথে কথা বলছি, যত দ্রুত সম্ভব এটি সমাধানের চেষ্টা করা হবে।